ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা শুরু সোমবার

প্রকাশিত: ১১:১৩ এএম, ২১ জানুয়ারি ২০১৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)দুইদিন ব্যাপী  আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা সোমবার থেকে শুরু হচ্ছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশন (বিইউএফ) এর তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ বছরে বাংলা ও ইংরেজী বিভাগে বিতর্কে অংশগ্রহণের জন্য দেশের মোট ১৮ টি বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রেশন করেছে বলে জানা গেছে। সোমবার ও মঙ্গলবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ট হামিদুর রহমান মিলনায়তনসহ বিভিন্ন ভবনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  

এদিকে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মামুনুর রহমান।

তিনি আরও বলেন, আশা করছি উৎসবমুখর পরিবেশে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/জেআইএম