ফরিদপুরে ১৩ বছর পর রুকসু’র নির্বাচন আজ
দীর্ঘ ১৩ বছর পর ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র সংসদ (রুকসু) এর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ বৃহস্পতিবার।
ছাত্রলীগ ও ছাত্রদলের ১৭টি পদে দুটি প্যানেল ও স্বতন্ত্রসহ ৩৫ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করছে এই নির্বাচনে। সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়ে দুপুর ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ।
১৯১৮ সালে স্থাপিত রাজেন্দ্র কলেজটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঐহিত্যবাহী বিদ্যাপিঠ হওয়ার এই কলেজ সংসদের নির্বাচনের প্রতি দৃষ্টি সকলের। ২০০৪ সালের ছাত্র নেতাদের বিভিন্ন দ্বন্দ্বের কারণে এতো দিন কলেজটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
ছাত্র সংসদ (রুকসু)’র নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সুলতান মাহমুদ জানান, নির্বাচন উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকলের সহযোগিতায় ভোট দিয়ে ছাত্র-ছাত্রীরা তাদের প্রতিনিধি নির্বাচন করবে।
কলেজটিতে উচ্চ মাধ্যমিক, ডিগ্রী, অনার্স এবং মাস্টার্সে সর্বমোট ২৫ হাজার ৩শ ২ জন শিক্ষার্থী ভোটার বলেও তিনি জানান।
কলেজ ক্যম্পাসসহ শহরের অলিগলি ছেয়ে গেছে নিজ নিজ প্রার্থী ও ছাত্রলীগ এবং ছাত্রদলের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে। তরুন প্রজন্মের নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার প্রচারণা লক্ষ্য করা গেছে। ভোটারদের মন কাড়তে প্রার্থীদের ফেসবুকে রাজনৈতিক দলের ও প্রার্থীদের ছবি, পোস্টার এবং অঙ্গিকারমূলক স্ট্যাটাস পোস্ট করেছে।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, রুকসুর নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনী নির্বাচন এলাকায় দায়িত্ব পালন করবে।
এস.এম. তরুন/এফএ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির প্রশাসনিক ভবনে তালা, ৮ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ
- ২ সেই জামায়াত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ঢাবি শিক্ষার্থীরা
- ৩ ঢাবির কেন্দ্রীয় মাঠে কিশোরদের কান ধরিয়ে ওঠবস করালেন সর্বমিত্র
- ৪ ছাত্রদলের চাঁদাবাজির ভিডিও প্রজেক্টরে তুলে ধরলো ডাকসু
- ৫ ঢাবিতে চাঁদাবাজির অভিযোগে তদন্ত কমিটি গঠন, লিখিত অভিযোগ ছাত্রদলের