ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

মাভাবিপ্রবিতে ১ম বর্ষের ক্লাস শুরু শনিবার

প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবষের্র প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের স্নাতক (ইঞ্জিনিয়ারিং/সম্মান), বিবিএ ও বি ফার্ম কোর্সের ক্লাস আগামীকাল শনিবার (৪ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে।

নবীন শিক্ষার্থীদের বরণ করতে স্ব স্ব বিভাগ নবীনবরণের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে শুরু করেছে।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় নবীনবরণ অনুষ্ঠান শিগগিরই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

আরিফ উর রহমান টগর/এমএএস/এমএস