ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

হাবিপ্রবির নতুন উপাচার্য যোগ দেবেন রোববার

প্রকাশিত: ১২:৪১ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৭

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি। উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন উত্তরবঙ্গের কৃতি সন্তান, সৎ ব্যক্তিত্ব অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

রোবাবার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে যোগদান করবেন।

ড. মোঃ আবুল কাশেম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিভাগের অন্যান্য শিক্ষক ও কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, তিনি অত্যন্ত সৎ এবং নিজের দায়িত্বর সাথে কখনো আপোস করেন না। তার বাসা রংপুর বিভাগের লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায়। তিনি এক কন্যা সন্তানের জনক, তার কন্যা বর্তমানে স্বামীসহ অট্রেলিয়াতে বসবাস করেন।

অধ্যাপক ড. আবুল কাশেম একাধারে এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ মিডিয়া অ্যান্ড কমুউনিকেশন রিসার্স এর সদস্য এবং কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ, ইন্ডিয়ান সোসাইটি অফ এক্সটেনশন, বাংলাদেশ এগ্রিকালচারাল এক্সটেনশন সোসাইটি এর আজীবন সদস্য।

১৯৮৩ সালে তিনি কমনওয়েলথ স্কলারশিপ অফ ইউনাইটেড কিংডম (যুক্তরাজ্য ) এবং ১৯৯৭ সালে জাপানের জাপান সোসাইটি ফর প্রমোশন অফ সাইন্স ডিগ্রি লাভ করেন।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম