ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

হাবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ১৯-২২ মার্চ

প্রকাশিত: ০৮:৩০ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৭

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি)  ২০১৬-১৭ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৯ মার্চ থেকে ২২ মার্চ অনুষ্ঠিত হবে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

ইউনিট ভিত্তিক ভর্তি পরীক্ষার সময়সূচি এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ((www.hstu.ac.bd) থেকে জানা যাবে।

উল্লেখ্য, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে  এক হাজার ৯৫৫ আসনের বিপরীতে ৯৬ হাজার ৪১ জন শিক্ষার্থী বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য আবেদন করেছেন।

হাবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/আরএআর/এমএস