জাবির সালাম বরকত হলের পুনর্মিলনী ১৫ মে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ সালাম বরকত হলের দ্বিতীয় পুনর্মিলনী আগামী ১৫ মে অনুষ্ঠিত হবে। সম্প্রতি হলের কমনরুমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
হলের সাবেক ও বর্তমান সব শিক্ষার্থীকে পুনর্মিলনী অনুষ্ঠানে যোগদান ও বিস্তারিত তথ্যের জন্য নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে-০১৭২৩২৪৯৪৫৯ (আসাদুজ্জামান শুভ, ৩৮ তম আবর্তন, পদার্থ বিজ্ঞান), ০১৭১৭৮৫২৫৯২ (রাব্বী, ৩৮ তম আর্বতন, ভূগোল ও পরিবেশ)।
শহীদ সালাম বরকত হলের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেলের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, হলের সাবেক শিক্ষার্থী ও প্রাধ্যক্ষ ড. কবিরুল বাশার, চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক লুৎফর রহমান, আর্ন্তজাতিক সর্ম্পক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী, সহকারী অধ্যাপক মঈনুল হাসনাত, সহকারী অধ্যাপক আলী আকবর, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন, পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জামাল উদ্দীন, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম প্রমুখ।
এসএইচএ/এমএএস/আরআই
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগ, দায়িত্বে উপাচার্য-উপ-উপাচার্যদ্বয়
- ২ দাফনের তৃতীয় দিনেও হাদির কবরে মানুষের ভিড়, চোখে অশ্রু
- ৩ জাবির ভর্তি পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে নকল, শিক্ষার্থী আটক
- ৪ রাবিতে শিক্ষক অবমাননা ও মব সৃষ্টির প্রতিবাদ বিএনপিপন্থি শিক্ষকদের
- ৫ ওসমান হাদিকে ‘শহীদ’ ঘোষণা করে গেজেট প্রকাশের দাবি