গার্হস্থ্য অর্থনীতি শিক্ষার্থীদের মহাসমাবেশের ডাক
গার্হস্থ্য অর্থনীতি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট হিসেবে স্বীকৃতি দেয়ার দাবিতে বৃহস্পতিবার মহাসমাবেশের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। বুধবার পূর্বঘোষিত অবরোধ শেষে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার টানা তৃতীয় দিনের মতো চলে এ অবরোধ। এ সময় আশপাশের এলাকায় তীব্র যানজট তৈরি হয়। এর আগে বেলা সোয়া ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত নিউমার্কেট মোড়ের রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা।
শিশু বিকাশ ও সামাজিক সম্পর্ক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ইসরাত জাহান জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টা থেকে নিউমার্কেট মোড়ে মহাসমাবেশ শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।
দীর্ঘদিন ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনস্টিটিউট করার দাবি জানিয়ে আসছিল মেয়েদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটকে রেখেও দাবি জানিয়েছিলে তারা। কিন্তু সরকার কোনো উদ্যোগ না নেয়ায় গার্হস্থ্য অর্থনীতির শিক্ষার্থীরা আন্দোলনে নামেন।
এমএইচ/জেএইচ/ওআর/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির স্টাফ বাসে শিক্ষার্থীদের হেনস্তা- ‘এই বাস তোমাদের জন্য না’
- ২ ব্রাকসু নির্বাচন ২৫ ফেব্রুয়ারি, ভারপ্রাপ্ত কমিশনার মাসুদ রানা
- ৩ ঢাবিতে ‘শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা’ ১৮ জানুয়ারি
- ৪ চবি শিক্ষককে হেনস্তার ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা ও প্রতিবাদ
- ৫ শেকৃবিতে উদ্বোধন হলো দেশের প্রথম অ্যাগ্রো ইকোফিজিওলজি ল্যাব