নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারে এগিয়ে আসার আহ্বান
বিদ্যুতের বিকল্প শক্তি বা নবায়নযোগ্য শক্তি ব্যবহারে নজর দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক এলাহী-ই-চৌধুরী। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবায়নযোগ্য শক্তিবিষয়ক এক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সাধারণ শক্তির উৎস সীমিত হওয়ায় আমাদের বিকল্প শক্তির উৎস তথা নবায়নযোগ্য শক্তি ব্যবহারে নজর দিতে হবে। অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ তরুণ শিক্ষার্থীদের নবায়নযোগ্য শক্তি ব্যবহারে উৎসাহিত করে আরও সবুজতর বাংলাদেশ গঠনে অবদান রাখতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সৌরশক্তি সমিতি (বিএসইএস) যৌথভাবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে চার দিনব্যাপী ‘জাতীয় নবায়নযোগ্য শক্তি ও সবুজ প্রদর্শনী -২০১৭’ এর আয়োজন করেছে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক সাইফুল হক বলেন, এবারের সম্মেলনে বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী নবায়নযোগ্য শক্তি পরিকল্পনা উন্নয়ন বিষয়ক আলোচনা প্রাধান্য পাবে।
বিএসইএস সভাপতি মুহাম্মদ ইব্রাহিম বলেন, নবায়নযোগ্য শক্তি ব্যবহারে বিশ্বের সর্বশেষ প্রযুক্তি ও উদ্ভাবন উপস্থাপনের পাশাপাশি জাতীয় পর্যায়ে বিশেষ কর্মসূচির মাধ্যমে তরুণ শিক্ষার্থীদেরকে সবুজ আন্দোলনে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে।
সম্মেলনের প্রথম দিনের বিকেলে দুটি ভিন্ন অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
জ্বালানি ক্ষেত্রে সরকারের অর্জন উল্লেখ করে তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গত আট বছরে আটটি বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে। যা বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর ৬৮ শতাংশ মানুষকে গ্রীড বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের মধ্যে দেশের সবাইকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা দিতে চান।
তিনি আরও বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে, আন্তর্জাতিক মানদণ্ডে বিশ্বের সেরা ১০ সবুজ পোশাক কারখানার মধ্যে বাংলাদেশের ৭টি কারখানা স্থান পেয়েছে। দেশের ৩৯টি কারখানাকে গ্রিন ফ্যাক্টরি হিসেবে তৈরি করা হয়েছে। পর্যায়ক্রমে সকল কারখানাকে সবুজ কারখানা হিসেবে উন্নয়ন করা হবে।
ডিএসসিসি মেয়র সাঈদ খোকন বলেন, ১ কোটি ২০ লক্ষ মানুষের নগর ঢাকার আবর্জনা ব্যবস্থাপনায় প্রধান অন্তরায় নাগরিক পর্যায়ে সচেতনতার অভাব। আমরা ২০১৬ -১৭ সালকে মৌলিক সমস্যা সমাধানের বছর ও ২০১৮ সাল নাগাত ঢাকার নাগরিক সেবায় প্রযুক্তির পরিচয় ঘটাব।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্রেডা প্রধান মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সিকদার, বাংলাদেশ প্রকৌশলীদের সংগঠন আইইবির সভাপতি কবির আহমেদ ভূইয়া, গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি মুহাম্মদ আব্দুল মজিদ, জার্মানির এনার্জি রিভলিউশনের প্রতিষ্ঠাতা ম্যাথিয়াস গ্যালবার।
এমএসএস/আরএস/বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি