হাবিপ্রবিতে ওয়াইফাই চালু
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ওয়াইফাই চালু করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের টিএসসি, লাইব্রেরি, শহীদ মিনার প্রাঙ্গণ এবং ডি চত্বর এই ওয়াইফাই টেনওয়ার্কের আওতায় আসবে।
মঙ্গলবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ ওয়াইফাই নেটওয়ার্কের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মু আবুল কাসেম। এ উপলক্ষে টিএসসিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রফেসর ড. মু আবুল কাসেম বলেন, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের হিসেবে প্রতিষ্ঠার অংশ হিসেবে আজকে টিএসসিতে ওয়াইফাই চালু করা হলো। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ আরেক ধাপ এগিয়ে গেল।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। এই ওয়াইফাই নেটওয়ার্ক শিক্ষার্থীরা ভালো ও পড়াশুনার কাজে ব্যবহার করে উপকৃত হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ডা. মো. ফজলুল হক, রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান, প্রক্টর প্রফেসর ড. এ.টি.এম. শফিকুল ইসলাম। টেকনিক্যাল বিষয়ে বক্তব্য রাখেন, টেনওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সৈকত আলী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মো. মিজানুর রহমান, সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফাহিমা খানম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবীর, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক প্রফেসর শ্রীপতি সিকদার প্রমুখ।
এমদাদুল হক মিলন/এএম/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির প্রশাসনিক ভবনে তালা, ৮ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ
- ২ সেই জামায়াত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ঢাবি শিক্ষার্থীরা
- ৩ ঢাবির কেন্দ্রীয় মাঠে কিশোরদের কান ধরিয়ে ওঠবস করালেন সর্বমিত্র
- ৪ ছাত্রদলের চাঁদাবাজির ভিডিও প্রজেক্টরে তুলে ধরলো ডাকসু
- ৫ ঢাবিতে চাঁদাবাজির অভিযোগে তদন্ত কমিটি গঠন, লিখিত অভিযোগ ছাত্রদলের