ইবিতে পৃথক ঘটনায় ছাত্র ও কর্মচারী বরখাস্ত
ইসলামী বিশ্ববিদ্যালয়ের পৃথক ঘটনায় এক ছাত্রকে এক বছরের জন্য বহিষ্কার এবং এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বরখাস্ত করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ।
রেজিস্ট্রার কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ২৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা এক বাসের ড্রাইভারকে মারধর করে বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধিতি বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের ছাত্র সৈয়দ কমরুজ্জামান তরঙ্গ।
তখন ওই ঘটনায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিস্কার করা হয় এবং একটি তদন্ত কমিটি গঠন করে কর্তৃপক্ষ। মঙ্গলবার ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী তরঙ্গকে বিশ্ববিদ্যালয় থেকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়।
এদিকে গত ৪ জুন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের পরিচ্ছন্ন কর্মী হাফিজুর রহমানকে টাকা আত্মসাতের দায়ে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় ইবি কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ১৫ (এ) ধারা মোতাবেক বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে সাময়িক বহিষ্কার করে।
ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নিয়ে শিবির নেতার বক্তব্যে জবি ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া
- ২ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ৩ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৪ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৫ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’