ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

মাভাবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন ২৫ জুলাই

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৪:০১ পিএম, ১১ জুলাই ২০১৭

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নির্বাচন ২৫ জুলাই। এক বছর মেয়াদী নির্বাহী পরিষদ গঠনের লক্ষ্যে গঠিত নির্বাচন কমিশনকর্তৃক পরিচালিত নির্বাহী পরিষদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্চে নির্বাাচনী তফসিল ও নির্বাচনী আচরণবিধি ঘোষণা করেছে।

এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রধান নির্বাচন কমিশনার ড. মো. ইউনুছ মিয়া, নির্বাচন কমিশনার ড. মো. আনিছুর রহমান আনিছ, নির্বাচন কমিশনার ড. মো. মাসুম হায়দার। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক এ সময় উপস্থিত ছিলেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, নির্বাচনী তফসিল অনুযায়ী ১৫ ও ১৬ জুলাই বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত শিক্ষক লাউঞ্চে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে। 

১৭ জুলাই বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ১৮ জুলাই মনোনয়নপত্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে। ১৯ জুলাই মনোনয়নপত্র বাতিলকৃত প্রার্থী আপিল করতে পারবে এবং একই দিন আপিল নিষ্পত্তি করা হবে। 

২২ জুলাই এ চূড়ন্ত তালিকা প্রকাশ করা হবে। ২৫ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং একই দিন ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। 

৩০ জুলাই তারিখের মধ্যে নির্বাচনের তারিখ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। ১ আগস্ট নির্বাচিত সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। 

আরিফ উর রহমান টগর/এএম/এমএস