ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বিটেকে জাতীয় শোক দিবস পালিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | বিটেক, টাঙ্গাইল | প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৫ আগস্ট ২০১৭

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে (বিটেক) আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

tt

মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ক্যাম্পাসের অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল ইঞ্জি. মো. মহিবুল ইসলাম।

tt

এ সময় আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ইঞ্জি. আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক কবীর হোসেন পাটোয়ারী, প্রভাষক সেলিম রেজা, সাইফুল ইসলাম, চিফ ইনস্ট্রাক্টর মাহমুদুল হকসহ বিটেকের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক জুনাইদ হাসান অপু।

tt

বক্তারা বঙ্গবন্ধুর আদর্শ চর্চার ওপর গুরুত্বারোপ করেন এবং তাঁর হত্যাকারীদের ইন্টারপোলের মাধ্যমে দেশে এনে সর্বোচ্চ শাস্তির দাবি করেন। অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে দোয়া পরিচালনা করেন ক্যাম্পাস মসজিদের ইমাম মুফতি মিজানুর রহমান।

বিএ