ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

যৌন নিপীড়নের প্রতিবাদে রাবিতে গণস্বাক্ষর কর্মসূচি

প্রকাশিত: ০৮:২৫ এএম, ০৬ জুন ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বরে পহেলা বৈশাখের দিন সংঘটিত যৌন নিপীড়নের প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্র ইউনিয়ন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এ গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করেন রাবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসের।

কর্মসূচিতে ড. মোহাম্মদ নাসের বলেন, পহেলা বৈশাখে ঢাকায় যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে আমরা এখনো তার সুষ্ঠু বিচার পাইনি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তিনি আরো বলেন, আমরা দেখতে পাচ্ছি যে, নারীদের উপর হামলা হচ্ছে দুই দিক থেকে। এক হলো পুঁজিবাদ আর এক দিক হলো মৌলবাদ। এ আন্দোলন আরো জোরদার করতে হবে তানা হলে নারী নিপীড়ন বন্ধ করা সম্ভব হবে না।

ছাত্র ইউনিয়নের রাবি শাখা সভাপতি আয়াতুল্লাহ খোমেনীর পরিচালনায় গণস্বাক্ষর কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক অধ্যাপক শাতিল সিরাজ, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক গোলাম সারওয়ার সুজন, ছাত্রমৈত্রী রাবি শাখার সভাপতি প্রদীপ মার্ডি, সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ।

এসএস/এমএস