ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

গাজীপুরে ইস্টার্ন ইউনিভার্সিটির সেমিনার

প্রকাশিত: ১০:৩৯ এএম, ০৬ জুন ২০১৫

গাজীপুরে ইস্টার্ন ইউনিভার্সিটির উদ্যোগে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা: প্রেক্ষিত গাজীপুর’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার জেলা শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বক্তারা বলেন, শুধু পড়াশুনা নয়, এর পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডে গাজীপুরের শিক্ষার্থীদেরও এগিয়ে আসতে হবে। তবেই উচ্চ শিক্ষার স্বাদ পাওয়া যাবে।

ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও গাজীপুর জেলা পরিষদের প্রশাসক আখতারউজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের নেতা মো. আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ডীন, ইইউ’র শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গাজীপুর জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি