ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

স্পিকারকে স্মারকলিপি দেবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রকাশিত: ০২:৩০ পিএম, ২৬ জুন ২০১৫

২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ১০ শতাংশ ভ্যাট  প্রত্যাহারের দাবিতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার মাধ্যমে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী বরাবর স্মারকলিপি পেশ করবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার শাহবাগ জাতীয় যাদুঘরের সামনে ছাত্র ইউনিয়ন আয়োজিত এক সংহতি সমাবেশ থেকে এই ঘোষণা দেয়া হয়।
বৃষ্টিবিঘ্নিত কর্মসূচি থেকে বক্তারা অবিলম্বে প্রস্তাবিত ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা না হলে দুর্বার ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ভ্যাট প্রত্যাহার করতে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। একইসাথে চলমান বাজেট অধিবেশনে ১০ শতাংশ ভ্যাট প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

আগামী ২৯ জুন ছাত্র ইউনিয়ন বেসরকারি সংসদের উদ্যোগে ১০ শতাংশ ভ্যাট প্রতাহারের দাবিতে সংসদ অভিমুখে পদযাত্রার মাধ্যমে স্পিকার বরাবর স্মারকলিপি পেশ কর্মসূচিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানানো হয়।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জি এম জিলানী শুভ`র সঞ্চালনায় বক্তব্য রাখেন অধ্যাপিক এ এন রাশেদা, বাংলাদেশ  ছাত্র ইউনিয়ন বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ফারহান হাবিব ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক জ্যোর্তিময় চক্রবর্ত্তী।

এ সময় উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু তারেক সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি লিটন নন্দী, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সুমন সেনগুপ্ত, রাঙামাটি জেলার সভাপতি সৈকত রঞ্জন দে প্রমুখ।

এমএইচ/এসএইচএস/পিআর