সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মাভাবিপ্রবিসাস’র নিন্দা
রাজশাহীতে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (মাভাবিপ্রবিসাস)।
মাভাবিপ্রবিসাস’র সভাপতি মো. শাহরিয়ার রহমান সৈকত ও সাধারণ সম্পাদক মোহাইমিনুল কাইয়্যূম সোমবার দুপুরে মাভাবিপ্রবিসাস কার্যালয়ে এক যৌথ বিবৃতিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি ও দৈনিক যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হাসান আদিব, এসএ টিভির রাজশাহী প্রতিনিধি জিয়াউল গণি সেলিম এবং এসএ টিভির ক্যামেরা পার্সন আবু সাঈদের ওপর থেকে অবিলম্বে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই না করে সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের মামলা তাদের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও মুক্তচর্চাকে বাধাগ্রস্ত করাই মামলাকারীদের উদ্দেশ্য। এ ধরনের হামলা-মামলা করে সাংবাদিকদের হয়রানি না করার দাবি জানাচ্ছি।
এ সময় তারা, অবিলম্বে এ ধরনের মিথ্যা, ষড়যন্ত্রমূলক ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত সবার শাস্তির দাবি জানিয়ে দেশকে মাদকমুক্ত করতে সংশ্লিষ্টদের প্রতি জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ৯ নভেম্বর এসএ টিভিতে ইয়াবা চক্রে জড়িত রাবি ও রুয়েটের শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ এবং ১০ নভেম্বর দৈনিক যুগান্তরে রাবি ও রুয়েটে ইয়াবা ব্যবসায় ৪৪ শিক্ষক-শিক্ষার্থী-কর্মচারী’ শিরোনামে সংবাদ প্রচারিত ও প্রকাশিত হয়।
গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মহানগর মুখ্য হাকিম আদালতে তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন রাবি ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল আউয়াল মিল্টন ও সাংগঠনিক সম্পাদক মুশফিক তাহমিদ তন্ময়।
আরিফ উর রহমান টগর/এএম/এমএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির প্রশাসনিক ভবনে তালা, ৮ ঘণ্টা অবরুদ্ধ উপাচার্য-কোষাধ্যক্ষ
- ২ সেই জামায়াত নেতাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বললেন ঢাবি শিক্ষার্থীরা
- ৩ ঢাবির কেন্দ্রীয় মাঠে কিশোরদের কান ধরিয়ে ওঠবস করালেন সর্বমিত্র
- ৪ ছাত্রদলের চাঁদাবাজির ভিডিও প্রজেক্টরে তুলে ধরলো ডাকসু
- ৫ ঢাবিতে চাঁদাবাজির অভিযোগে তদন্ত কমিটি গঠন, লিখিত অভিযোগ ছাত্রদলের