ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

মাভাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ১৪ শিক্ষার্থী আটক

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৮ ডিসেম্বর ২০১৭

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ‘এ’ ও ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এদিন পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ১৪ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

এ সময় আটকদের কাছ থেকে ১০টি ইলেক্ট্রনিক্স ডিভাইস, ১০টি ডিভাইসের ব্যাটারি, সাতটি ইয়ার ফোন, স্কসটেপ, একটি পেন ডিভাইস, ডিভাইস ক্যাবল, ডিভাইস পরিধানের জন্য একটি হ্যান্ড গ্লোবস উদ্ধার করা হয়।

আটকরা হলেন- নেত্রকোনার মো. আফতাব উদ্দিনের ছেলে মো. আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজারের জাফর আলমের ছেলে মো. ইসতিয়াক আহমেদ, কুড়িগ্রামের মো. নজরুল ইসলামের ছেলে মো. মোস্তাফিজুর রহমান মিল্টন ও মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মজনু রহমান, সিরাজগঞ্জের এম. আলমগীর হোসেনের ছেলে মো. জুবায়ের আলম ও মো. আব্দুল মতিনের ছেলে মো. আবু জোবায়ের মামুন, টাঙ্গাইলের মো. জহিরুল ইসলামের ছেলে মো. শাহিন আলম জনি, মো. দেলুয়ার হোসেনের ছেলে মো. আসাদুজ্জামান আহাদ, মো. আবুল হোসেনের ছেলে মো. আমিনুল ইসলাম ও মো. বাবলু মিয়ার ছেলে মো. নাইবুর রহমান, কুষ্টিয়ার মো. রাশেদুল ইসলামের ছেলে রাফাত বিন রাশেদ, মানিকগঞ্জের মো. আবুল কালাম আজাদের ছেলে মো. হাবিবুর রহমান, ময়মনসিংহের মো. খোকন মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া ও গাজীপুরের বাবুল পালের ছেলে প্রদীপ পাল।

টাঙ্গাইল ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন বলেন, জালিয়াতি চক্রের মূল হোতাকে ধরার জন্য অভিযান চলছে। এ কারণে শনিবার অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম বলেন, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সুষ্ঠুভাবে দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবারের দুটি ইউনিটের পরীক্ষার ক্ষেত্রেও আইন-শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক রয়েছে।

উল্লেখ্য, ৯ ডিসেম্বর শনিবার সকালে ‘সি’ ইউনিট ও বিকেলে ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট (www.mbstu-admission.org) থেকে জানা যাবে।

আরিফ উর রহমান টগর/আরএআর/এমএস