ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

কম্পিউটার সোসাইটির নির্বাচনে মাভাবিপ্রবি’র দুই শিক্ষার্থী

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ১০:৩১ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের তথ্য প্রযুক্তি বিষয়ক পেশাজীবীদের বৃহত্তম রেজিস্টার্ড সংগঠন ‘বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)’র ২০১৮-২০২০ মেয়াদের নির্বাচনে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তারা হলেন- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী মো. হাসান বখতিয়ার ও একই বিভাগের পঞ্চম ব্যাচের শিক্ষার্থী শেখ ফরিদ উদ্দিন তুষার।

এ নির্বাচন আগামী ২২ ডিসেম্বর ঢাকার আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। ৪টি পরিপূর্ণ প্যানেলসহ একাধিক স্বতন্ত্রপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন।

এতে মো. হাসান বখতিয়ার তরুণ আইসিটি পেশাজীবীদের প্যানেল ‘রেড প্যানেল’ এ অন্তর্ভুক্ত হয়ে যুগ্ম সম্পাদক (অর্থ) পদে এবং শেখ ফরিদ উদ্দিন তুষার একই প্যানেলে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ব্যাপারে বাংলাদেশ কম্পিউটার সোসাইটির নির্বাচনে যুগ্ম সম্পাদক (অর্থ) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. হাসান বখতিয়ার বলেন, আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আমরা তথ্য প্রযুক্তি সংশ্লিষ্ট সকল পেশাজীবীদের নিয়ে কাজ করতে চাই। এখন তরুণদের সময়। আমরাই পারব আইসিটি পেশাজীবীদের সকল অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে অবদান রাখতে।

কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী শেখ ফরিদ উদ্দিন তুষার বলেন, আমরা ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। নির্বাচিত হলে, ইশতেহারে ঘোষিত উদ্দেশ্যসমূহ বাস্তবায়ন করব এবং সকলকে সঙ্গে নিয়ে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।

আরিফ উর রহমান টগর/এএম/এমএস