ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবিতে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিনব্যাপী কর্মসূচি শুরু হয়।

এরপর দুপুর ১২টায় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে সংগঠনের দলীয় টেন্ট থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে পুনরায় দলীয় টেন্টে এসে শোভাযাত্রাটি শেষ হয়।

দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহানসহ আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় তিনি ছাত্রলীগের নেতা-কর্মীদের উদ্দেশে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি সাদ্দাম হোসেন, এহসান মাহফুজ, মিজানুর রহমান সিনহা, আমিনুল ইসলাম লিংকন, রফিকুল ইসলাম, সোহেল রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার ডন, মোস্তাকিম পাভেল, সাংগঠনিক সম্পাদক সাবরুন জামিল সুষ্ময়, রেজাউল করিম রাজু, মেহেদী হাসান মিশু, চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, আবিদ হাসান লাবন, দফতর সম্পাদক আবুল বাশার আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

রাশেদ রিন্টু/এএম/জেআইএম