ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

জবিতে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | প্রকাশিত: ০৮:৩৪ পিএম, ০৪ জানুয়ারি ২০১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) উদযাপিত হয়েছে বাংলাদেশ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী। জবি ক্যাম্পাস এবং পার্শ্ববর্তী এলাকায় এ উপলক্ষে জমজমাট আয়োজনের কথা থাকলেও তেমন ঘটেনি।

১৯৪৮ সালের ৪ জানুয়ারি ছাত্রনেতাদের সংগ্রামী চেতনার উদ্যোগে গড়ে উঠেছিল আজকের এই ঐতিহ্যবাহী সংগঠন। ৭০ বছরের সফল পথ চলার আয়োজন স্বরূপ সারাদেশে ছাত্রলীগের সব ইউনিটগুলোতে নানা আয়োজনে দিনটি উদযাপিত হচ্ছে।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। এ বিষয়ে জবি ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম জাগো নিউজকে জানান, ‘ভোর ৬টায় জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেয়ার মধ্য দিয়ে দিনটি শুরু হয়। এরপর কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কেক কাটা হয়।

jnu2

তিনি বলেন, জবিতে ৭০ পাউন্ডের একটি কেক কাটা হয় যা ক্যাম্পাসের পার্শ্ববর্তী এলাকার গরীব ও অনাথদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়াও ৬ জানুয়ারি শনিবার র‌্যালির আয়োজন করা হয়েছে।

আয়োজনের বিষয়ে জানতে চাইলে জবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাগো নিউজকে বলেন, ‘আমরা সকালে ধানমন্ডি-৩২ এ জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনটি শুরু করি। পরবর্তিতে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সঙ্গে কার্জন হলে কেক কেটেছি এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেক কাট হয়।

ওএইচই/এমআরএম/জেআইএম

আরও পড়ুন