ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

চবি ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ, সম্পাদক অপু

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৬ জানুয়ারি ২০১৮

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্র ইউনিয়নের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ধীষণ চাকমা বাবু ও সাধারণ সম্পাদক হিসেবে গৌড়চাঁদ ঠাকুর অপু। ধীষণ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং অপু প্রাণিবিদ্যা বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

এছড়াও ৩৩ সদস্য বিশিষ্ট কমিটিতে মাহবুবা জাহান রুমিকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। শুক্রবার দুই দিনব্যাপী ৩০তম সম্মেলনের কাউন্সিল অধিবেশন শেষে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কনভেনশন এবং ৩০তম সম্মেলন শুরু হয়। ওইদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি মিলনায়তনে সম্মেলন ও কনভেনশনের উদ্বোধন করা হয়। চবি ছাত্র ইউনিয়নের সভাপতি মেহেদী হাসান নোবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া খন্দকার বাধনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক রঞ্জিত দে।

এছাড়াও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন ও অধ্যাপক মাসুম আহমেদ। অতিথি হিসেবে ছিলেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি জিএম জিলানী শুভ।

আবদুল্লাহ রাকীব/এফএ/এমএস

আরও পড়ুন