বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে চবি ছাত্রলীগের একাংশের মিছিল
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে চবি ছাত্রলীগের একাংশ। ছাত্রলীগের সিএফসি গ্রুপের এ অংশটি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে পরিচিত।
বুধবার মিছিলটি ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বঙ্গবন্ধু চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের বক্তারা বলেন, ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর দেশ স্বাধীন হয়।
তবে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে জনগণ প্রকৃত স্বাধীনতার স্বাদ পায়। এ মহান নেতার প্রত্যাবর্তন না হলে দেশ আরেকটি যুদ্ধের দিকে যেত। তার আগমনে একটি আসন্ন সংকট থেকে দেশের উত্তরণ ঘটে। বাঙালি জাতির ত্রাণকর্তা হিসেবেই জাতির জনকের এ প্রত্যাবর্তন।
এ সময় বক্তব্য রাখেন- চবি ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রেজাউল হক রুবেল, জামান নূর, নাস্যার উদ্দিন সুমন, উপ-আপ্যায়ন সম্পাদক সঞ্জয় চক্রবর্তী ও সহ সম্পাদক সায়ন অমিত প্রমুখ।
আবদুল্লাহ রাকীব/এএম/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ২ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৩ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৪ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’
- ৫ দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাবি ছাত্রদলের ৩৩ জনকে শোকজ