রাবিতে র্যাগিং বন্ধের দাবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং বন্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কে এ এম সাকিব বলেন, নবীনরা নির্ভয়ে ক্যাম্পাসে চলাফেরা করবে আমরা তা দেখতে চাই। নবীনদের সঙ্গে যখন ক্যাম্পাসের বড় ভাইয়েরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে তখনই র্যাগিং নামক অমানবিক নির্যাতন দূর হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং বৈধ নয় উল্লেখ করে সংগঠনটির উপদেষ্টা রাবি লিগ্যাল সেলের প্রশাসক অধ্যাপক শাহীন জোহুরা বলেন, নবীন শিক্ষার্থীদের প্রতি অমানবিক আচরণ কাম্য নয়। তাদের প্রতি আমাদের এমন আচরণ হতে হবে যাতে তাদের কোনো শারীরিক ও মানসিক ক্ষতি না হয়। তিনি এ বিষয়ে সাধারণ শিক্ষার্থীদের সচেতন হতে এবং এসব কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানান।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জাবেদুল ইসলাম মনির সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন, স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েনের সদস্য সচিব ফজলে রাকিব কামাল, বাংলা বিভাগের শিক্ষার্থী মাজহারুল ইসলাম রকি, আইন বিভাগের শিক্ষার্থী মো. রোকনুজ্জামান, মনজু শিকদার প্রমুখ।
রাশেদ রিন্টু/আরএআর/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নিয়ে শিবির নেতার বক্তব্যে জবি ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া
- ২ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ৩ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৪ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৫ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’