ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে মারামারি, বহিষ্কার ৪
ছবি-ফাইল
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষের কৃষি বিভাগের চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- মিটুল কুমার কুন্ডু, মো. রায়হান হোসেন, মো. আবদুর রহিম সিয়াম ও মো. সাজিদ হাসান। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসাইন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ওই চার শিক্ষার্থীর নেতৃত্বে দুই গ্রুপে বিভক্ত হয়ে মারামারি, হলের কক্ষ ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল পরিবেশের সৃষ্টি করা হয়। এ সময় তারা চাপাতিসহ ভারি অস্ত্র ব্যবহার করে অনেক শিক্ষার্থীকে আহত করে।
এই অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে চার শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার ও অবাঞ্ছিত ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
মিজানুর রহমান/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ২ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৩ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৪ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’
- ৫ দলীয় কর্মসূচিতে অনুপস্থিত থাকায় জাবি ছাত্রদলের ৩৩ জনকে শোকজ