৩য় বর্ষ ডিগ্রি পরীক্ষায় পাস ৫৩ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এই ফল প্রকাশ করা হয়।
সারাদেশের ১ হাজার ৭২১ টি কলেজের মোট ৬৯১ টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৪৫ হাজার ৫৭২ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে ৭৭ হাজার ৪০৫ জন উত্তীর্ণ হয়। গড় উত্তীর্ণের হার ৫৩ দশমিক ১৮ শতাংশ।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও (www.nubd.info) থেকে এবং যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nu<space> deg <space> Reg. No লিখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে ফল পাওয়া যাবে ।
বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্র এ তথ্য জানিয়েছে।
আমিনুল ইসলাম/আরএআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টায়
- ২ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন
- ৩ প্রবেশপত্র ডাউনলোড করতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ৪ জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন
- ৫ শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত, বর্তমান কমিটির মেয়াদ বাড়লো ১ বছর