সাবেক হুইপ ওয়াহিদুল আলমের মৃত্যুতে চবি ছাত্রদলের শোক
সাবেক সংসদ সদস্য ও চিফ হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের মৃত্যুতে শোক জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদল।
সোমবার চবি ছাত্রদলের যোগাযোগবিষয়ক সম্পাদক তালিমুল ইসলাম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় এ শোক প্রকাশ করা হয়।
চবি শাখার সভাপতি মু. খুরশেদুল আলম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন উর রশিদ মামুন এই শোকবার্তায় বলেন, এই দুঃসময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ওয়াহিদুল আলমের মতো প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনীতিবিদ অত্যন্ত জরুরি ছিল। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
এ সময় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের সদস্যবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনাও জানান তারা।
আবদুল্লাহ রাকীব/এএম/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে চবিতে শিবিরের বিক্ষোভ
- ২ উপ-উপাচার্যকে দেখে ‘দালাল’ বলে স্লোগান শাবিপ্রবি শিক্ষার্থীদের
- ৩ ঢাবিতে সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- ৪ শাকসু নির্বাচন স্থগিতে বিএনপি-ছাত্রদলকে দায়ী করলেন শিক্ষার্থীরা
- ৫ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের মানববন্ধন