বহিরাগতদের নিয়ে ইবি ছাত্রলীগের মিছিল
প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বহিরাগত চাকরি প্রত্যাশীদের নিয়ে মিছিল ও মোটর সাইকেল শোডাউন দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
মঙ্গলবার দুপুর ১টার দিকে ছাত্রলীগের সভাপতি গ্রুপের নেতৃত্বে মিছিলটি দলীয় টেন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। মিছিলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমানও উপস্থিত ছিলেন। পরে হর্ন বাজিয়ে ক্যাম্পাসে মোটরসাইকেল শোডাউন দিয়েছে তারা। এর আগে গত ৩ মে বিশ্ববিদ্যালয় প্রশাসন মাইকিং করে বহিরাগতদের প্রবেশে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করে।

এ বিষয়ে ছাত্রলীগের সভাপতি গ্রুপের কয়েকজন কর্মী ও চাকরি প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা যায়, উপাচার্যের বাসভবনে গভীর রাতে ককটেল হামলার প্রতিবাদে আমরা এ মিছিল করেছি। এছাড়া প্রশাসন টাকার বিনিময়ে জামায়াত-বিএনপির সন্তানদের শিক্ষক বানিয়েছে। সম্প্রতি নিয়োগ পাওয়া ২৬ জন শিক্ষকের মধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে শিবির-ছাত্রদলের সংশ্লিষ্টতার প্রমাণ আমাদের হাতে রয়েছে। আমরা এসবের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ মিছিল-শোডাউন করেছি।
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, ক্যাম্পাসের পরিচয়পত্র বহনে যাদের সক্ষমতা রয়েছে তারা বাদে সবাই বহিরাগত। ছাত্রলীগের চাকরি প্রত্যাশীদের তিনি বহিরাগত উল্লেখ করে বলেন, প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রলীগের সঙ্গে বহিরাগতরা মিছিল করেছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি শাহিনুর রহমান জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের সাবেক নেতারা কখনো বহিরাগত নয়। সবার পরিচয় এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আর বঙ্গবন্ধুর নামে কেউ স্লোগান দিলে তাকে তো আমি মিছিল থেকে বের করে দিতে পারি না।
ফেরদাউসুর রহমান সোহাগ/এএম/আরআইপি
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা বিকেল সাড়ে ৩টায়
- ২ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শিক্ষার্থী গবেষণা সম্মেলন
- ৩ প্রবেশপত্র ডাউনলোড করতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা
- ৪ জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন
- ৫ শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত, বর্তমান কমিটির মেয়াদ বাড়লো ১ বছর