ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ঢাবির প্রাক্তন অধ্যাপক আল-মামুনের মৃত্যুতে উপাচার্যের শোক

প্রকাশিত: ০২:১৬ পিএম, ০৭ আগস্ট ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

শুক্রবার বিকেলে এক শোক বাণীতে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিত প্রাণ শিক্ষক এবং ভৌত রসায়নে বিশেষজ্ঞ হিসেবে অধ্যাপক আব্দুল্লাহ আল-মামুন যে অবদান রেখেছেন, বিশ্ববিদ্যালয় তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার মৃত্যুতে দেশের এবং বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিজ্ঞান চর্চায় যে শূন্যতা সৃষ্টি হলো তা সহজে পূরণ হবার নয়।

উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. আব্দুল্লাহ আল-মামুন শুক্রবার সকালে তার নিজ বাসভবনে পরলোক গমন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগ থেকে ২০০৮ সালে অবসর গ্রহণ করেন। দীর্ঘদিন তিনি বিভিন্ন রোগে আক্রান্ত থেকে মৃত্যুবরণ করেছেন। দেশের বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ তার অনুজ।

এমএইচ/একে/পিআর