সেরা প্রতিবেদক পুরস্কার পেল রাবির ৪ সাংবাদিক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস সাংবাদিকতায় সেরা রিপোর্টার হিসেবে পুরস্কৃত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪ জন প্রতিবেদক। রোববার দুপুরে রিপোর্টিং ও ফিচার রাইটার ক্যাটাগরিতে প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বৈশাখী টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক সাইফুল ইসলাম।
পুরস্কারপ্রাপ্ত প্রতিবেদকদের মধ্যে, ইংরেজি ভার্সনে সেরা সংবাদ প্রতিবেদক ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাহিদুল ইসলাম জয়, ও ইংরেজিতে সেরা ফিচার রাইটার হিসেবে দ্যা এশিয়ান এজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি কে এ এম সাকিব।

অন্যদিকে বাংলা ভার্সনে সেরা সংবাদ প্রতিবেদক হিসেবে জাগো নিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সালমান শাকিল, বাংলা ফিচার ক্যাটাগরিতে সেরা প্রতিবেদক দৈনিক শেয়ার বিজ প্রতিনিধি নাজমুল মৃধা।
পুরস্কার প্রদানের সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আমজাদ হোসেন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. লায়লা আরজুমান বানু প্রমুখ।
সালমান শাকিল/এমএএস/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নিয়ে শিবির নেতার বক্তব্যে জবি ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া
- ২ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ৩ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৪ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৫ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’