ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

রাবির ভর্তি ভাইভাতে যে কাগজ লাগবে

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | রাবি | প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০১ নভেম্বর ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের মধ্যে যাদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে আহ্বান জানানো হয়েছে সেসব শিক্ষার্থীকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ইউনিট প্রতি ডিনদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নিম্নোক্ত কাগজপত্র সঙ্গে না আনা হলে তার মোখিক পরীক্ষার প্রার্থিতা বাতিল বলে বিবেচিত হবে। সেগুলো হলো-

১. পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র
২. এসএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র
৩. এইচএসসি/সমমান পরীক্ষার মূল নম্বরপত্র
৪. এসএসসি/এইচএসসি/সমমান পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
৫. পূরণকৃত সাবজেক্ট নির্বাচন ফরম (এক কপি)।

এদিকে আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে গিয়ে নির্বাচিত ভর্তিচ্ছুদের সাবজেক্ট চয়েস ফরম পূরণের জন্য বলা হয়েছে।

পর্যায়ক্রমে ‘এ’ ও ‘ডি’ ইউনিটের সাক্ষাৎকার আগামী ১৮ ও ১৯ নভেম্বর, ‘ই’ ইউনিটের আগামী ১৯ ও ২০ নভেম্বর, ‘বি’ ইউনিটের আগামী ২০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

সালমান শাকিল/এফএ/আরআইপি

আরও পড়ুন