ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ভর্তিচ্ছুদের পদচারণায় মুখর ইবি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইবি | প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৩ নভেম্বর ২০১৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষ অনার্স (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রোববার থেকে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাম্পাসে আসতে শুরু করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল এলাকাসহ প্রতিটি অঙ্গন মুখরিত ভর্তিচ্ছুদের পদচারনায়।

ভর্তি পরীক্ষাকে সামনে রেখে পাল্টে গেছে ক্যাম্পাসের পুরনো চিত্র। প্রধান ফটক থেকে শুরু করে বিভিন্ন ভবন নতুন রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠেছে। পরিষ্কার করা হয়েছে ক্যাম্পাসের প্রত্যেকটি অঙ্গন। কেটে ফেলা হয়েছে ঝোপ-ঝাড়। রঙ-বেরঙের আল্পনায় সাজানো হয়েছে বিভিন্ন সড়ক। নবীন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বরণ করতে এবং সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ ছাত্রলীগ, ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল ও সেচ্ছাসেবী সংগঠনগুলো।

jagonews

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ডায়না চত্বর, শহীদ মিনার, মুক্তবাংলা ভাস্কর্য, স্মৃতিসৌধ, টিএসসিসি, ছাত্রদের আবাসিক হল ও ছাত্রীদের হল এলাকা সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। বিভিন্ন মুখরোচক খাবার ও শাড়ি-পাঞ্জাবির কাপড়ের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আবার অনেকে ভ্যানে করে বন্ধু-বান্ধবীদের নিয়ে ক্যাম্পাস ঘুরে দেখছে। এক কথায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং ভর্তিচ্ছুদের আনন্দ উল্লাসে উৎসবের ক্যাম্পাসে পরিণত হয়েছে ইবি।

এদিকে ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নিরলস কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। থানা গেটে অবিভাবক কর্ণার করা হয়েছে। ভর্তিচ্ছুদের মোবাইল এবং ব্যাগ রাখার জন্য প্রধান ফটকের পাশে চারটি বুথ করেছে কর্তৃপক্ষ। শহীদ মিনার এবং স্মৃতি সৌধের সামনে ভর্তিচ্ছুদের বসার জন্য নতুন করে টেন্ট তৈরি করেছে প্রশাসন।

এছাড়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং ছাত্র মৈত্রী প্রধান ফটকে হেল্প ডেস্ক চালু করেছে। আবাসিক হলগুলোতে অভ্যর্থনা কক্ষের মাধ্যমে ভর্তিচ্ছুদের নিরাপদে থাকারও প্রয়োজনীয় ব্যবস্থা করেছে শাখা ছাত্রলীগ।

ভর্তি পরীক্ষায় অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রধান ফটকে বসানো হয়েছে চারটি আর্চওয়ে গেট। পরীক্ষার হলগুলোর প্রবেশ পথে বিএনসিসি এবং রোভার স্কাউটের সদস্যরা মেটাল ডিটেক্টরের মাধ্যমে সকল পরীক্ষার্থীর দেহ তল্লাশি করবে বলে জানা গেছে। এছড়াও এবারই প্রথমবারের মতো ছবিসহ ইনভেজিলেটর শিট তৈরি করেছে ভর্তি পরীক্ষা কমিটি। এছাড়াও যেকোনো অপ্রীতিকর অবস্থা এড়াতে থাকছে ভ্রাম্যমাণ আদালত।

এদিকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অক্লান্ত পরিশ্রম করে ট্রেনিং সম্পন্ন করেছেন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরা। ইতোমধ্যেই ক্যাম্পাসে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা। পরীক্ষার দিনগুলোতে ক্যাম্পাসে বিএনসিসি এবং রোভার স্কাউটের পাশাপাশি থাকছে র্যাব-পুলিশের সদস্যরা। পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অপরাধ দমনের জন্য সর্বদা মনিটরিং করবে ভ্রাম্যমাণ আদালত।

jagonews

বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম জাগো নিউজকে বলেন, ভর্তিচ্ছুদের সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত ছাত্রলীগ। আমরা আবাসিক হলে থাকার সুব্যবস্থা করেছি এবং প্রধান ফটকে হেল্প ডেস্ক চালু করেছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নিরাপত্তা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবর রহমান জাগো নিউজকে বলেন, উৎসবমুখর পরিবেশে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য আমরা এমন একটি নিরাপত্তা বলয় তৈরি করছি যেন কেউ নিরাপত্তাহীন বোধ না করে। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালতের সার্বক্ষণিক নজরদারি থাকবে। ইতোমধ্যে পোশাকধারী এবং সাদা পোশাকের র্যাব সদস্যরা ক্যাম্পাসে তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জাগো নিউজকে বলেন, বাহ্যিক এবং আন্তরিক উভয় সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা আনন্দময় করতে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে পরীক্ষা সম্পন্ন করার সকল ব্যবস্থা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/এমএএস/আরআইপি

আরও পড়ুন