ভালোবাসা দিবসকে প্রত্যাখ্যান করে সিঙ্গেল ডে ঘোষণা তরুণদের
ভালোবাসা দিবসকে প্রত্যাখ্যান করে সিঙ্গেল ডে ঘোষণা করেছে বাংলাদেশ সিঙ্গেল সংগ্রম পরিষদ।
বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে অপরাজেয় বাংলার পাদদেশে ‘সিঙ্গেল ছিলাম থাকবো, যুগে যুগে লড়বো’ স্লোগানে পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে করা বিক্ষোভ থেকে এ ঘোষণা দেন সংগঠনের নেতারা।
সিঙ্গেল সংগ্রাম পরিষদ যখন এ বিক্ষোভ করে তখন ঠিক তার পাশেই বটতলায় চলছিল ভালোবাসা দিবসের বিশেষ অনুষ্ঠান। সিঙ্গেল সংগ্রাম পরিষদের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়ে মিছিল নিয়ে ক্যাম্পসে বেরিয়ে পড়েন। কলাভবন, টিএসসি, কার্জন হল ঘুরে তারা জড়ো হন রাজু ভাস্কর্যের পাদদেশে।
সিঙ্গেল সংগ্রাম পরিষদের সভাপতি মাহিন মাহি ইমতু ঘোষণা দেন, ‘আজ থেকে ভালোবাসা দিবস নয়, ১৪ ফেব্রুয়ারি আমরা সিঙ্গেল ডে হিসেবে পালন করবো। আমরা সব ধরনের অশ্লীল কর্মকাণ্ডের বিরুদ্ধে। আমরা প্রেমের নামে প্রতারণা বন্ধ চাই। আগামী দিনে আমরা সারাদেশে কমিটি দিয়ে আন্দোলন গড়ে তুলবো।
সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আব্দুর রহমান আবির বলেন, ‘আজকের এ বিক্ষোভ পুঁজিবাদী প্রেমের বিরুদ্ধে। প্রেমের নামে বৈষম্য চলবে না।’ এ সময় পাশ থেকে পরিষদের ব্যানারে দাঁড়ানো অন্যান্যরা স্লোগান দিতে থাকেন ‘একটা একটা ডাবল ধর, ধইরা ধইরা সিঙ্গেল কর, কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না, আমাদের সংগ্রাম চলছে, চলবেই।’
এমএইচ/এএইচ/জেআইএম
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নিয়ে শিবির নেতার বক্তব্যে জবি ছাত্রদলের তীব্র প্রতিক্রিয়া
- ২ জবির আবাসন সংকট সমাধানকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছি
- ৩ শাকসু নির্বাচন দাবিতে শিক্ষার্থীদের সব ক্লাস-পরীক্ষা বর্জন
- ৪ নির্বাচনের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান আন্দোলনকারীদের
- ৫ ঢাবিতে পোষাপ্রাণীদের নিয়ে ব্যতিক্রমী অনুষ্ঠান ‘পেট কার্নিভাল’