বাউবির এসএসসি পরীক্ষার ফল প্রকাশ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০১৯ সালের এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের বিষয়ভিত্তিক ফল ও চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
এ বছর বাউবির এসএসসি প্রোগ্রামের ১ম ও ২য় বর্ষের পরীক্ষায় মোট ৭২ হাজার ৯২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ২য় বর্ষে মোট ৩৩ হাজার ৫৯৮ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। পাসের হার ৪৮ দশমিক ০১ ভাগ। চূড়ান্ত পরীক্ষায় বিভিন্ন গ্রেডে মোট ১৬ হাজার ১৩২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এদের মধ্যে দুইজন জিপিএ-৫, ১ হাজার ৬৭৯ জন ‘এ’ গ্রেড, ৫ হাজার ৪৬ জন ‘এ-’ গ্রেড, ৬ হাজার ৬৭ জন ‘বি’ গ্রেড, ৩ হাজার ২৮৭ জন ‘সি’ গ্রেড এবং ৫১ জন শিক্ষার্থী ‘ডি’ গ্রেড পেয়েছে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ হাজার ১০০ জন (পাসের হার ৪৫ দশমিক ৪০ শতাংশ) এবং ছাত্রী ৭ হাজার ৩২ জন (পাসের হার ৫১ দশমিক ৮৯ শতাংশ)।
একই সঙ্গে ৩৯ হাজার ৩২৭ জন শিক্ষার্থীর ১ম বর্ষের পরীক্ষার ফলও প্রকাশ করা হয়েছে।
চূড়ান্তভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের ফলাফল bou.ac.bd এবং ১ম ও ২য় বর্ষের ফলাফল exam.bou.edu.bd ঠিকানায় পাওয়া যাবে।
এছাড়া এসএমএসসের মাধ্যমে ফলাফল পাওয়ার জন্য bou<space>student ID (11digits without any space, for example 17010810001) লিখে বাংলালিংক অপারেটর থেকে ২৭০০ নম্বরে এবং অন্যান্য অপারেটর থেকে ২৭৭৭ নম্বরে SMS করতে হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের, তথ্য, গণসংযোগ বিভাগের পরিচালক (চলিত দায়িত্ব) ড. মহা. শফিকুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/এমবিআর/পিআর
আরও পড়ুন
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ২ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৩ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৪ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা
- ৫ ছাত্রদলের প্যানেলে ‘মুক্তিযুদ্ধ পদ’ ফাঁকা, নারী প্রার্থী একজন