ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

ডিনস অ্যাওয়ার্ড পাচ্ছেন শেকৃবির ১০২০ শিক্ষার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | শেকৃবি | প্রকাশিত: ০২:৫৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৯

শিক্ষার্থীদের লেখাপড়ায় প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি ও তাদের মেধার স্বীকৃতি প্রদানের লক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কৃষি অনুষদে ডিনস অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আগামীকাল রোববার ২০০৩ থেকে ২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড দেয়া হবে। কৃষি অনুষদের এক হাজার ২০ জন শিক্ষার্থী পাচ্ছেন এই পদক।

রোববার (২৭ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বিকেলে এ অ্যাওয়ার্ড দেয়া হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডার গ্র্যাজুয়েট অর্ডিন্যান্স ২০০৩, রিভাইজড ২০০৫, রিভাইজড ২০০৮ এবং রিভাইজড ২০১৪ এর ধারা ২১ অনুযায়ী, ২০০৩ থেকে ২০১৪ শিক্ষাবর্ষ পর্যন্ত প্রতি লেভেলের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটিতে ন্যূনতম জিপিএ ৩.৭৫ এবং ২০১৫ থেকে ২০১৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ন্যূনতম জিপিএ ৩.৮০ অর্জনকারী মোট এক হাজার ২০ জন শিক্ষার্থী ডিনস অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছেন। এর মধ্যে ৫৫২ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন।

ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য নিবন্ধিত ৫৫২ জন শিক্ষার্থীকে আমন্ত্রণ জানানো হয়েছে। অবশিষ্ট ৪৬৮ জন শিক্ষার্থীর তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশিত হলে ডিন, কৃষি অনুষদ বরাবর উপরোল্লেখিত মানদণ্ড অনুযায়ী মার্কশিটসহ আবেদনপত্র জমা দিয়ে ডিনস অ্যাওয়ার্ড সার্টিফিকেট গ্রহণ করা যাবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম (সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রফেসর ড. মো. সেকেন্দার আলী (প্রো- ভাইস-চ্যান্সেলর, শেকৃবি), প্রফেসর ড. মো. আনোয়ারুল হক বেগ (ট্রেজারার) এবং প্রফেসর ড. মো. ফজলুল করিম।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহাম্মদ।

মো. রাকিব খান/এসআর/এমকেএইচ

বিজ্ঞাপন