হাজী দানেশে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১০ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই ঘটনা ঘটে। এ নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
হাসপাতালে ভর্তিকৃতরা হলেন- রাহাত (২৩), আবু সাঈদ (২২), সগির আহম্মেদ (২১), রিয়াদ হোসেন (২১), মিঠু (২১), সাব্বির (২৬), সোয়াইদ (২৫), আতিকুর রহমান (২১), তন্ময় (২১) ও ইমরান (২১)।
শিক্ষার্থীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হল ও জিয়া হল ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে রোববার বিরোধের সূত্রপাত হয়। এর জের ধরে সোমবার রাত সাড়ে ৮টায় ওই দুই হলের ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।
তারা আরও জানান, প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। তাদের মধ্যে ১০ জনকে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে রাতেই তাদের দেখতে হাসপাতালে ছুটে যান বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হকসহ কয়েকজন শিক্ষক। তিনি (রেজিষ্ট্রার) বলেন, এটি একটি দুঃখজনক ঘটনা। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
এমদাদুল হক মিলন/এমএমজেড/পিআর