ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

ইবিতে বাল্যবিয়েবিরোধী নাটক ‘নাদানের বিয়ে’ মঞ্চস্থ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | প্রকাশিত: ০৬:২২ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২০

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) যৌতুক ও বাল্যবিয়েবিরোধী নাটক ‘নাদানের বিয়ে’ মঞ্চস্থ হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় থিয়েটার (বিথি) নবীন শিক্ষার্থীদের অভিনয়ে আকৃষ্ট করতে ‘নবীন বিজয়ন্তী উৎসব’ পালন করে। উৎসবে নাটকের পাশাপাশি আবৃত্তি, গান, নৃত্য ও কমেডি পরিবেশিত হয়।

বিশ্ববিদ্যালয় থিয়েটারের পরিবেশনায় নাটকটিতে সমাজের উচ্চ শ্রেণির মানুষের দ্বারা নিম্ন শ্রেণির মানুষের ওপর চালানো শোষণ, নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নাটকে উঁচু শ্রেণির ছেলের সাথে সমাজের চোখে নিচু শ্রেণির এক মেয়ের বিয়ের পরে যৌতুকসহ বিভিন্ন কারণে শ্বশুর বাড়ির লোকজন মেয়েটিকে নির্যাতন করে। শেষে মেয়টিকে অপবাদও দেয়া হয়। এ নাটকে মূলত বাল্যবিয়ে ও যৗতুক প্রথাকে প্রবলভাবে কষাঘাত করেছে। একই সাথে নাটকে ফুটে উঠেছে শ্রেণি-শোষণের চিত্র।

IU-2.jpg

বিশ্ববিদ্যালয় থিয়েটারের সাধারণ সম্পাদক এনামুল হকের নির্দেশনায় নাটকটিতে কুশীলব হিসেবে ছিলেন নিশাত আনজুম, লাবণ্য, তন্ময় সেন, সুজন, রেজওয়ান, নাহিদ, এনামুল হক, আকাশ, কৌশিক, মুনা, পিয়াস,ফাহিম ফয়সাল ও মুঈদ। বিথির সভাপতি অনি আতিকুর রহমান ও সহ-সভাপতি রুমি নোমান অনুষ্ঠানটি তত্ত্বাবধায়ন করেন।

এমএফ/এমএস