বিতর্কিত জাবি ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবির মুখে বিতর্কিত ছাত্রলীগ নেতার নিয়োগ বাতিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তার চাকরি থেকে বরখাস্তের বিষয়টি কার্যকর হতে এক মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক।
এর আগে গত শনিবার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপুর প্রশাসনিক কর্মকর্তা পদ থেকে নিয়োগ বাতিলের দাবিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। অবশেষে শিক্ষদের দাবির মুখে তার নিয়োগ বাতিল করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
উল্লেখ্য, শিক্ষকদের বিরোধিতা স্বত্ত্বেও গত ১৩ জুলাই ঈদুল ফিতরের ছুটির আগের শেষ কর্মদিবসে অ্যাডহক ভিত্তিতে চার ছাত্রলীগ নেতাসহ ছয়জনকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ দেন জাবি উপাচার্য।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন দীপু তখন বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ পান। শিক্ষকদের বিরোধিতার মুখে বাকি পাঁচজন নিজ নিজ পদে যোগদান করলেও দীপু কাজে যোগদান করতে পারেননি। পরে আগের নিয়োগ বাতিল করে পুনরায় গত ২৩ আগস্ট দীপুকে রেজিস্ট্রার অফিসে প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।
হাফিজুর রহমান/এসকেডি/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ এবার গোলাম আজমের ব্যঙ্গচিত্র আকঁলো মুহসীন হলের ৩ শিক্ষার্থী
- ২ চবিতে ছাত্রদল-শিবির মুখোমুখি, মূল গেটের বাইরে বহিরাগতদের অবস্থান
- ৩ চাকসুর ভিপিকে অশ্রাব্য ভাষায় গালি দিলেন চবি ছাত্রদল সেক্রেটারি
- ৪ প্রো-ভিসির পদত্যাগ দাবি, প্রশাসনিক ভবনে ছাত্রদল-বামপন্থিদের তালা
- ৫ নিয়ন্ত্রণহীন চলন্ত সিঁড়ি, আতঙ্কে ব্র্যাকের শিক্ষার্থীরা