করোনা উপসর্গ নিয়ে চবি শিক্ষকের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাবরিনা ইসলাম সুইটি নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মে) ভোর রাত ৩টার দিকে চট্টগ্রাম নগরের মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সাবরিনা ইসলাম সুইটি আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টর এস এম মনিরুল হাসান।
তিনি জানান, শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দেয়ায় শনিবার (৩০ মে) রাত ১০টার দিকে চট্টগ্রামের মেট্রোপলিটন হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় সাবরিনা ইসলাম সুইটিকে। ওই সময় তার আইসিইউয়ের প্রয়োজন ছিল। কিন্তু তা খালি ছিল না। একপর্যায়ে রাত ৩টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আবু আজাদ/বিএ/পিআর
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ হিমঘরে হাদির মরদেহ, হৃদরোগ ইনস্টিটিউটের সামনে ছাত্র-জনতার স্লোগান
- ২ হাদিকে ‘জংলি’ আখ্যা দেওয়া ইবি শিক্ষকের স্থায়ী বহিষ্কার দাবি
- ৩ ইবিতে ওসমান হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ, গায়েবানা জানাজা
- ৪ হাদির রুহের মাগফিরাত কামনায় ঢাবিতে বিশেষ দোয়া মাহফিল
- ৫ ঢাবিতে খুবির ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু