হাবিপ্রবিতে ছাত্রলীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য প্রফেসর মো: রুহুল আমিনের পদত্যাগ ও বহিস্কৃত ২ ছাত্রলীগ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই মানববন্ধন কর্মসূচী পালন করে।
গত মঙ্গলবার বিকেলে হাবিপ্রবিতে ২০১৫ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি পরীক্ষায় ১০৩ নং কক্ষে অত্যাধুনিক মোবাইল ডিভাইস ব্যবহার করে নকল করার সময় রংপুরের পীরগাছা এলাকার আবুল হোসেন লিটন নামে একজনকে হাতেনাতে ধরে দায়িত্বরত শিক্ষক। এ ঘটনায় জড়িত থাকায় হাবিপ্রবি’র কর্তৃপক্ষ বিকেলে বৈঠক করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক অরুন কান্তি রায় সিটন ও আবাসিক হল ডি ছাত্রলীগ শাখার সভাপতি এসএম জাহিদ হোসেনকে সাময়িক বরখাস্ত করে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন ছাত্রলীগ হাবিপ্রবি শাখার সভাপতি ইফতেখারুল আলম রিয়েল, সাধারন সম্পাদক অরুন কান্তি রায় সিটন, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান, প্রকাশনা সম্পাদক আহসান হাবিব রিজভি, আবাসিক হল ডি-৪ শাখার সভাপতি আহসান হাবিব শাওন এবং গোলাম রাব্বানী শাওনসহ অন্যান্যরা।