‘সফট লোন’ পেল নোবিপ্রবির ১৩২ শিক্ষার্থী
স্মার্টফোন কিনতে ‘সফট লোন’ পেয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ১৩২ শিক্ষার্থী। বুধবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় নোবিপ্রবির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সাধারণ সম্পাদক মো. মজনুর রহমান ও নোবিপ্রবি সাইবার সেন্টারের পরিচালক (ভারপ্রাপ্ত) এ আর এম মাহমুদুল হাসান রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অসচ্ছল শিক্ষার্থীদের অনধিক আট হাজার টাকা ‘সফট লোন’ দেয়ার সিদ্ধান্ত হয়। শিক্ষার্থীদের অধ্যায়নকালীন সময়ে ৪ টি সমান কিস্তিতে বা এককালীন ঋণ পরিশোধ করতে হবে।
আরএইচ/জেআইএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ উপ-উপাচার্যকে দেখে ‘দালাল’ বলে স্লোগান শাবিপ্রবি শিক্ষার্থীদের
- ২ ঢাবিতে সংস্কৃত বিভাগের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
- ৩ শাকসু নির্বাচন স্থগিতে বিএনপি-ছাত্রদলকে দায়ী করলেন শিক্ষার্থীরা
- ৪ শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে শিবিরের মানববন্ধন
- ৫ শাকসু নির্বাচন দাবিতে ফের প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা