যতদিন লকডাউন ততদিন বন্ধ থাকবে ইবি
ফাইল ছবি
যতদিন লকডাউন চলমান থাকবে ততদিন কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাফতরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ বা দফতর জরুরি প্রয়োজনে অনুমতি সাপেক্ষে কার্যক্রম পরিচালনা করতে পারবে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করােনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় যতদিন লকডাউন চলমান থাকবে ততদিন ঘােষণা অনুযায়ী ইসলামী বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। এসময় বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (চিকিৎসা, পানি, বিদ্যুৎ, আইসিটি সেল, নিরাপত্তা ও এস্টেট) চালু থাকবে।
কোনাে বিভাগ, অফিস বা দফতরের জরুরি কোনাে কাজের প্রয়ােজনে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কার্যক্রম পরিচালনা করতে পারবে। বন্ধের সময় ক্যাম্পাসে প্রবেশাধিকার সীমিত এবং পরিবহন ব্যবস্থাও বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
রায়হান মাহবুব/এসআর/জেআইএম