রাবি উপাচার্যের রুটিন দায়িত্বে অধ্যাপক আনন্দ সাহা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্যের মেয়াদ শেষ হওয়ায় রুটিন দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা।
বৃহস্পতিবার (৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদপূর্তিতে পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা নিজ দায়িত্বের অতিরিক্ত উপাচার্যের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন।
এর আগে ৬ মে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে থাকা উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহানের মেয়াদ শেষ হয়।
সালমান শাকিল/এসআর/জিকেএস
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ মোদীর ইতিহাস বিকৃতি ও মুক্তিযুদ্ধ অবমাননার প্রতিবাদ ছাত্রশক্তির
- ২ মোদীর স্ট্যাটাসের প্রতিবাদে এবার জবিতে ভারতের পতাকা অঙ্কন
- ৩ বিজয় দিবসে বুড়িগঙ্গায় ১২০ নৌকা নিয়ে জবি শিবিরের শোভাযাত্রা
- ৪ আস-সুন্নাহ হলের শিক্ষার্থীরা ‘রাজাকারের প্রোডাকশন’
- ৫ বিজয় দিবসে ঢাবিতে গোলাম আযমের ছবিতে জুতা নিক্ষেপ, ঘৃণা প্রদর্শন