শাবি শিক্ষককে ছুরিকাঘাত : ৫ লাখ টাকা ছিনতাই
সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক বেলাল আহমদকে ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুর ২টার দিকে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ ওসমানী শিশু উদ্যানের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষক বেলাল আহমদ জানান, দুপুর ২টার দিকে নগরীর শাহজালাল উপশহরস্থ পূবালী ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা উত্তোলন করে রিকশাযোগে বন্দরবাজার যাচ্ছিলেন। পথিমধ্যে ওসমানী শিশু উদ্যানের সামনে চারটি মোটরসাইকেলে করে ছয় ছিনতাইকারী রিকশার গতিরোধ করে। দুর্বৃত্তরা তার ডানহাতে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ নিয়ে সোবহানীঘাট এলাকা দিয়ে পালিয়ে যায়।
পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে তাৎক্ষণিকভাবে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। এরপর সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
খবর পেয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন ইবনে সিনা হাসপাতালে ছুটে যান। পরে ইবনে সিনা হাসপাতালের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ওই ফুটেজে দেখে তিন ছিনতাইকারীকে সনাক্ত করা হয়েছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মোশাররফ হোসেন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের দ্রুত গ্রেফতার করা যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
ছামির মাহমুদ/এআরএ/আরআইপি
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি