মাভাবিপ্রবিতে ভর্তির সাক্ষাৎকার ২৬ ও ২৭ ডিসেম্বর
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) প্রথমবর্ষের ভর্তির জন্য ইউনিটভিত্তিক বিষয় নির্ধারণকল্পে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত প্রার্থীদের সাক্ষাৎকার আগামী ২৬ ও ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
সাক্ষাৎকারে উপস্থিত মেধাক্রম অনুসারে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ভর্তি সম্পন্ন হবে। আসন খালি থাকা সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণকারীদের মেধাক্রমানুসারে আগামী ৩ জানুয়ারি ভর্তি করা হবে।
সাক্ষাৎকারের সময় ভর্তিচ্ছুদেরকে পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/ সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল সনদ, মার্কশিট ও মূল রেজিস্ট্রেশন কার্ড এবং অন্য কেনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকলে তার প্রমাণপত্র সঙ্গে আনতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন বলেন, ভর্তি প্রক্রিয়া শেষ করে অতি দ্রুত নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করা হবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.mbstu.ac.bd এবং সংশ্লিষ্ট ডিন অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।
বিএ
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাস্থা ছাত্রদল সমর্থিত প্যানেলের
- ২ সেশনজটে জর্জরিত জাবির ফার্মেসি বিভাগে চালু হচ্ছে সান্ধ্যকোর্স
- ৩ যৌন হয়রানি: ঢাবি অধ্যাপক এরশাদ হালিম সাময়িক বরখাস্ত
- ৪ ভর্তি পরীক্ষায় নেই ডাকসুর ‘হেল্পডেস্ক’, শিক্ষার্থীদের ক্ষোভ
- ৫ ভূমিকম্পে ফাটল: জাবির নবনির্মিত ৬ হল পর্যবেক্ষণে কমিটি গঠন