ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যায়ের পরিচালক ড. ইমরুল কায়েস

জেলা প্রতিনিধি | গাজীপুর | প্রকাশিত: ০৮:৫৪ পিএম, ১৩ জুলাই ২০২১

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইমরুল কায়েসকে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন) হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী দুই বছরের জন্য ড. ইমরুল কায়েসকে এ পদে নিযুক্ত করা হয়। তিনি বর্তমানে বাংলাদেশ উদ্যানতত্ত্ব বিজ্ঞান সমিতির দফতর সম্পাদক।

গাজীপুরের শ্রীপুর উপজেলার বারতোপা গ্রামে জন্ম গ্রহণকারী ড. ইমরুল কায়েসের অর্ধশতাধিক গবেষণা কর্ম দেশি-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে। তিনি চীনের ন্যানজিং এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে ফ্রুট ক্রপ জিনোমিক্স-এপিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ হলে প্রথম ও দ্বিতীয় মেয়াদে চার বছর প্রভোস্ট, বিভাগীয়প্রধান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/জেআইএম