এক মাসে রাবির ১০ শিক্ষকের মৃত্যু
গত এক মাসে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১০ শিক্ষকের মৃত্যু হয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাস ও বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সময়ে তারা মারা যান।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র জানায়, গত ৭ আগস্ট আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন রাবির ইনফরমেশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ফারহানা ইনাম।
এর আগে জুলাইয়ের ১ তারিখে বার্ধক্যজনিত বিভিন্ন অসুখে মারা যান দর্শন বিভাগের অধ্যাপক ড. আব্দুল হামিদ। পরদিন (২ জুলাই) ফলিত রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত ইমেরিটাস অধ্যাপক ফকরুল ইসলাম মারা যান। একই দিন অন্ত্রের অপারেশন পরবর্তী জটিলতায় মারা যান এগ্রিকালচার অ্যান্ড এক্সটেনশন বিভাগের অধ্যাপক ড. সামিউল আলম।
জুলাইয়ের ১০ তারিখে মারা যান প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. আবুল বাশার মোশারফ (এবিএম)।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৫ জুলাই মারা যান ইন্সটিটিউট অফ বিজনেস এডমিনিস্ট্রশনের (আইবিএস) অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জয়নুল আবেদীন ও পরিসংখ্যান বিভাগের সাবেক অধ্যাপক আবুল বাশার। ১৮ জুলাই মারা যান রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুর রহিম।
২২ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সমাজকর্ম বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল হালিম ও ২৭ জুলাই করোনা সংক্রমণে মারা যান প্রাণীবিদ্যা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আব্দুস সালাম।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. ফখরুল ইসলাম বলেন, খুব অল্প সময়ে এতজন শিক্ষকের বিদায় এটি সত্যিই বেদনাদায়ক।
সালমান শাকিল/আরএইচ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ খালেদা জিয়ার মৃত্যুতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ৩ দিনের শোক কর্মসূচি
- ২ শেকৃবিতে সিন্ডিকেট মিটিংয়ে বাধা, সতর্ক করলো প্রশাসন
- ৩ খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস
- ৪ খালেদা জিয়ার মৃত্যু নিয়ে ডাকসু নেতার বিতর্কিত পোস্ট, দুঃখ প্রকাশ
- ৫ জবি শিক্ষককে হেনস্তা: জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে বহিষ্কার দাবি