হাবিপ্রবির ২ ছাত্র হত্যা মামলায় কারাগারে স্বেচ্ছাসেবক লীগ নেতা
ফাইল ছবি
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) দুই ছাত্র হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকারিয়া জাকিরসহ দুইজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে দিনাজপুরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এ জামিনের আবেদন জানালে বিচারক ইসমাইল হোসেন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দিনাজপুর আদালত পুলিশের পরিদর্শক মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা হলেন-জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলার উত্তর সুজাপুর এলাকার লুৎফর রহমানের ছেলে জাকারিয়া জাকির এবং যুবলীগ নেতা ও জেলা শহরের উপশহর এলাকার মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে সিরাজুল সালেকিন রানা। তার দুজনই সিআইডির চার্জশিটভুক্ত আসামি। ২০২০ এর ২৯ জুলাই আওয়ামী লীগের নেতাকর্মীসহ ২৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় সিআইডি।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৬ এপ্রিল দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠানে সশস্ত্র হামলা চালায় ছাত্রলীগের একটি গ্রুপ। প্রতিবাদ জানালে আরেকটি গ্রুপের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্র জাকারিয়া শহীদ নুর হোসেন ও কৃষি বিভাগের ছাত্র মাহমুদুল হাসান মিল্টন নিহত হন। পরে নিহতদের পরিবার ৪১ জনকে আসামি করে আলাদা দুটি মামলা করেন। একই সঙ্গে কোতয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল নুর বাদী হয়ে অজ্ঞাত ৫০/৬০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। ২০২০ এর মার্চে মামলাগুলো পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডিতে) স্থানান্তর করা হয়।
এমদাদুল হক মিলন/এফআরএম/জেআইএম