মাভাবিপ্রবিতে শহীদ জননী জাহানারা ইমামের ম্যুরাল উদ্বোধন
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) শহীদ জননী জাহানারা ইমামের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ জননী জাহানারা ইমাম হলের সামনে ম্যুরালের উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান।
এ সময় হল প্রভোস্ট প্রফেসর ড. রোকেয়া বেগম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. সাজ্জাদ ওয়াহিদ, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. মাহবুবুল হক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. সৈয়দ মওদুদ-উল-হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. নাজমুস সাদেকীন, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
আরিফ উর রহমান টগর/আরএইচ/এএসএম
সর্বশেষ - ক্যাম্পাস
- ১ শাকসু নির্বাচন যথাসময়েই হবে, তবে সই করতে হবে অঙ্গীকারনামায়
- ২ শাবিপ্রবির এ ইউনিটে ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৮১.৮১ শতাংশ
- ৩ নিকাব নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে ছাত্রীসংস্থার মানববন্ধন
- ৪ নিকাব নিয়ে বিএনপি নেতার কটূক্তির প্রতিবাদে ইবিতে মানববন্ধন
- ৫ শাবিপ্রবিতে ছাত্রদল-শিবিরসহ একাধিক সংগঠনের হেল্প ডেস্ক