ভিডিও ENG
  1. Home/
  2. ক্যাম্পাস

মাদক মামলায় কারাগারে ইবি শিক্ষার্থী, মুক্তির দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া | প্রকাশিত: ০৯:১৬ পিএম, ০৬ সেপ্টেম্বর ২০২১

মাদক মামলায় কারাগারে থাকা ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সুমন আহমেদের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে। সুমন বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার এন এস রোডে সদর মডেল থানার সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

শিক্ষার্থীদের দাবি, সুমন আহমেদকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এর পেছনে ব্যবসা-সংক্রান্ত ষড়যন্ত্র রয়েছে। তিনি মাদকের সঙ্গে জড়িত নন। এ মামলা তার ব্যক্তি ও সামাজিক জীবনে প্রভাব ফেলছে।

মানববন্ধনে ইবির হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের ইফতেখার মাহমুদ ফাইয়াজ, আইন বিভাগের মাহমুদুল হাসান মোয়াজ, লোকপ্রশাসন বিভাগের জিন্নুরাইন হোসেন, জামিল আহমেদ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আল-আমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৌফিক আহমেদ, কুষ্টিয়া সরকারি কলেজের রাসেল মাহমুদ ও নয়ন উপস্থিত ছিলেন।

jagonews24

মানববন্ধনে সুমনের স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহপাঠীসহ অর্ধশত শিক্ষার্থী অংশ নেন।

গত ৩১ আগস্ট অভিযান চালিয়ে সুমন আহমেদের বাড়ি থেকে ৩৫৪ পিস ইয়াবা ও ১৪ গ্রাম হেরোইন জব্দ করে র‌্যাব। আটকের পরের দিন ১ সেপ্টেম্বর র‍্যাব বাদী হয়ে কুষ্টিয়া সদর মডেল থানায় মামলা করে। ওই মামলায় সেদিনই তাকে কারাগারে পাঠান আদালত। সুমন কুষ্টিয়ার খাজানগর সুবর্ণা অটো রাইসমিলের মালিক মোহাম্মদ জিন্নাহ আলীর দ্বিতীয় ছেলে।

রায়হান মাহবুব/এসআর/জেআইএম