ভিডিও EN
  1. Home/
  2. ক্যাম্পাস

সিট ভাড়া-পরিবহন ফি মওকুফ করলো বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৬:৪১ পিএম, ০৮ সেপ্টেম্বর ২০২১

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের এক বছরের আবাসিক হলের সিট ভাড়া ও পরিবহন ফি মওকুফ করা হয়েছে।

বুধবার (৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর থেকে বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাজনিত ছুটির জন্য শিক্ষার্থীদের হলের সিট ভাড়া ও পরিবহন ফি মওকুফের আবেদন বিশ্ববিদ্যালয়ের অর্থ কমিটির ৩৩তম সভার সুপারিশ করা হয়। সেটি সিন্ডিকেটের ৭১তম (বিশেষ) সভার সিদ্ধান্ত অনুযায়ী করোনাকালীন সময়ের জন্য এক শিক্ষাবর্ষ অথবা দুই সেমিস্টারের পরিবহন ফি এবং হলের সিট ভাড়া (সর্ব্বোচ্চ এক বছরের জন্য) মওকুফ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো শিক্ষার্থী করোনাকালীন সময়ের পরিবহন ফি এবং হলের সিট ভাড়া ইতোমধ্যে প্রদান করে থাকলে সেগুলা পরে সমন্বয় করা হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাইফ আমীন/আরএইচ/এএসএম

বিজ্ঞাপন